Update এতদ্বারা মেরিট মডেল স্কুলের সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, পবিত্র আশুরা উপলক্ষ্যে আগামি ০৬ জুলাই, ২০২৫ রোজ রবিবার বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ০৭ জুলাই, ২০২৫ রোজ সোমবার থেকে যথা সময়ে সকল কার্যক্রম চলবে। এতদ্বারা মেরিট মডেল স্কুলের প্লে থেকে ৫ম শ্রেণির সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ২৫ জুন, ২০২৫ রোজ বুধবার থেকে অভিভাবককে ক্লাস শুরুর আগে অথবা পরে ক্লাস রুমে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হল। আপনার সন্তানের টিফিন অবশ্যই সঙ্গে দিয়ে দিবেন। ক্লাস রুম থেকে শিক্ষক টিফিন শেষে বাহিরে পাঠাবে। সকলকে এইনির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

Communication media

#
Office adress

18/16/1, R.C.R.C Street, Courtpara, Kushtia

#
Phonne number

Contact with us!

#