04 Nov 2024
Subject: বেতন
<p>মেরিট মডেল স্কুলের সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, স্কুলের বার্ষিক পরীক্ষা (সম্ভাব্য) ২৮ নভেম্বর, ২০২৪ খ্রি. রোজ বৃহস্পতিবার শুরু হবে । আগামি ১০ নভেম্বর, ২০২৪ রোজ রবিবার, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ সকল প্রকার বকেয়া পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহের জন্য বলা হল।
</p><p>প্রধান শিক্ষক</p><p>মেরিট মডেল স্কুল, কুষ্টিয়া</p>