16 Jun 2025
Subject: নোটিশ
<p>এতদ্বারা মেরিট মডেল স্কুলের সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২৫ আগামি ১৯ জুন, ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্লে থেকে ৫ম শ্রেনি সকাল ৯ .০০ টা ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি সকাল ১১.০০ টায় উপস্থিত হওয়ার জন্য বলা হল।</p><p></p><div><span style="font-size: 0.9vw;">বি.দ্র. </span><span style="font-size: 12.222px;">শিক্ষার্থীদের সুন্দর</span><span style="font-size: 0.9vw;"> পোষাকে আসার জন্য বলা হল।</span></div><p></p>